
ওঙ্কার ডেস্ক:তৃনমূল ও “ইন্ডিয়া” জোট মিলে বাংলা কে উন্নয়নের বিপরীত দিকে নিয়ে যাচ্ছে। তারা বাংলায় বিজেপির জনপ্রিয়তা দেখে ভয় পেয়েছে , তাই কেন্দ্রের কোন উন্নয়ন প্রকল্প রাজ্যে লাগু করছেনা।বুধবার কাকদ্বীপের জনসভা থেকে তৃনমূল ও ইন্ডিয়া জোট কে আক্রমণ করে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও তিনি দাবি করেন আগামী ৪ ঠা জুনের পরে ভারতের রাজনীতিতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে,পরিবারবাদী রাজনৈতিক দল গুলো ধ্বংস হয়ে যাবে ।
পাশাপাশি তিনি আরো বলেন বিকশিত ভারতের জন্য বিকশিত বাংলা গঠন করবে বিজেপি