
স্পোর্টস ডেস্ক :আগামী শনিবার আইএসএল ফাইনাল যুবভারতীতে। মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফসি।মেগা ফাইনালে কোনো ভিভিআইপি টিকিট বিক্রি হবে না। কারণ ফাইনালে মাঠে হাজির থাকবেন রণবীর কাপুর, আলিয়া ভাট সহ একাধিক মুম্বইয়ের তারকা থাকবেন এফএসডিএল চেয়ারপার্সন নীতা আম্বানিও। টিকিটের দামে স্থির না হলেও শোনা যাচ্ছে দাম বাড়বে টিকিটের। ইতিমধ্যে যদিও আইএসএল জানাচ্ছে টিকিট সোল্ড আউট। শনিবার যুবভারতী হাউসফুল এটা বলাই যায়। এদিকে এই ফাইনাল জিতে ইতিহাস তৈরী করতে মরিয়া মোহনবাগান। এখনও অবধি এক মরসুমে লিগ শিল্ড আর আইএসএল কেউ একসঙ্গে জেতেনি।