
স্পোর্টস ডেস্ক :–কলকাতা লিগের অসাধারণ কামব্যাক মোহনবাগানের। সুহেল ভাটের হ্যাটট্রিকের উপর ভর করে টালিগঞ্জ অগ্রগামীকে ৫-১ গোলে হারালো সবুজ মেরুন ব্রিগেড। এদিন ম্যাচের প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরী করে মোহনবাগান। কিন্তু গোল হচ্ছিলো না। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় মোহনবাগান। ৫১ মিনিটে টালিগঞ্জ দলের প্রীতম খাটুয়ার আত্মঘাতী গোল করে। ১ গোলে এগিয়ে থাকার পরেই দেখা যায় সুহেল ভাটের ম্যাজিক। মোহনবাগান দিবসে যে তাকে সেরা উঠতি খেলোয়াড় হিসেবে পুরস্কার দিয়ে ক্লাব কোনো ভুল করেনি সেটা প্রমাণিত করলেন তিনি। ৫৯, ৬৩ আর ৭০ মিনিটে পরপর গোল করে যান তিনি। টালিগঞ্জ গোল করলেও কোনো লাভ হয়নি। বরঞ্চ ৯৪ মিনিটে মোহনবাগানের সালাউদ্দিন গোল করে যান।এই জয়ের ফলে ৬ ম্যাচে ৯ পয়েন্ট হল বাগানের। সুপার সিক্সে যাওয়া এখনও কঠিন। তবে লিগে অবনমনে যাওয়ার লজ্জার বিপদ কাটলো।