
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : পেটে খিদে চেপে রেখে নিজের অংশের খাবারটা আমাদের জন্য তুলে রাখে যে, আজ তাঁদের দিন. যে না বলতেই আমাদের সব আবদার মেটায়, আজ তাঁদের দিন. দিনেত শেষে যাঁর কোলে মাথা রেখে আমরা শান্তি খুঁজি, আজ তাঁদের দিন. আজ আন্তর্জাতিক মাতৃ দিবস. মাকে উপহার দিয়ে এই দিনটি পালন করছেন সন্তানেরা. তবে, এবার এক অভিনব ছবি ধরা পড়ল জলপাইগুড়িতে.
চেয়ারে সারিবদ্ধভাবে বসে রয়েছেন মায়েরা। আর তাদের সামনে নীচে বসে রয়েছে তাঁদের সন্তানরা। এরপর মায়েদের পা ধুইয়ে মুছিয়ে দিল পড়ুয়ারা। এরপর হাতজোড় করে শপথ বাক্য পাঠ করালেন স্কুলের প্রধান শিক্ষক জয় বসাক। আর সেই শপথ করল সবাই। এভাবেই মাতৃ দিবস উদযাপিত হল ধূপগুড়ি ব্লকের বারোঘড়িয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে. আন্তর্জাতিক মাতৃ দিবসে, মাকে পুজো দিয়ে দিনটি পালন করলো স্কুল পড়ুয়ারা। মায়েদের পায়েসও খাইয়ে দিলো তারা. স্কুলের উদ্যোগেই আয়োজন করা হয়েছিল এই মা দিবসের।
সরকারি নির্দেশিকা অনুযায়ী এই সময় গরমের ছুটি চলছে। সমস্ত স্কুল বন্ধ রয়েছে। তবে এই বিশেষ দিনটি উদযাপন করার জন্য অভিভাবক এবং পড়ুয়াদের সহমত নিয়ে স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের এই অভিনব উদ্যোগে খুশি পড়ুয়া থেকে অভিভাবকরা।
স্কুলের প্রধান শিক্ষক জয় বসাক জানান, ‘আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে মা পুজো উৎসবের আয়োজন করা হয়েছে. এবার তৃতীয় বর্ষে পা দিল এই মা পুজো’.
প্রধান শিক্ষক আরও বলেন, ‘আমাদের সমাজে যাতে আর বৃদ্ধাশ্রম না গড়ে ওঠে, যাতে সকলে মা-বাবাদের প্রতি শ্রদ্ধাশীল থাকে, এ তারই চেষ্টা’
উল্লেখ্য, প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় আন্তর্জাতিক মাতৃ দিবস. এবছর এই দিনটি পড়েছে 12 মে. সকলেই নিজ নিজ উপায়ে মায়েদের প্রতি তাঁদের ভালবাসা- শ্রদ্ধা জানাচ্ছেন.