
সুরজিৎ দাস, নদিয়াঃ ফের গ্রেফতার ২ বাংলাদেশী অনুপ্রবেশকারী । নদীয়ার বরণবেরিয়া সীমান্ত থেকে দুজন বাংলাদেশী ও দুজন ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে , সীমান্তে পাহারা দেওয়ার সময় ৪ জন ব্যক্তিকে দেখে সন্দেহ হয় বি এস এফের। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাদের মধ্যে দুজন বাংলাদেশের নাগরিক ও বাকি দুজন ভারত থেকে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছিল।
বিএসএফ ওই চারজনের কাছে কাগজপত্র দেখতে চাইলে তারা কোনও বৈধ কাগজ দেখাতে পারেনি। এরপরই বিএসএফ ওই চার জনকে ধানতলা পুলিশের হাতে তুলে দেয়। । মঙ্গলবার ধৃতদের রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয়। তদন্তের জন্য আদালতে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।