
শর্মিলা মিত্র মিশ্র, পাটনাঃ বিহারে অব্যাহত সেতু বিপর্যয়। এই নিয়ে তৃতীয় ব্রিজ ভেঙে পড়ার ঘটনা নীতিশ কুমারের রাজ্যে। রবিবার পূর্ব চম্পারন জেলার মোতিহারি এলাকায় আরও একটি নির্মীয়মাণ ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটল।
এক সপ্তাহে এই নিয়ে তিন নম্বর সেতু ভেঙে পড়ল ডবল ইঞ্জিন সরকারের রাজ্য বিহারে। এবারের ঘটনাস্থলে মোতিহারি। রবিবার সেখানে নির্মীয়মান একটি সেতু ভেঙে পড়ে। সে রাজ্যের সংবাদ মাধ্যম সূত্রে খবর, পূর্ব চম্পারন জেলার মোতিহারি এলাকার ঘোড়াসহন ব্লকের চৈনপুর স্টেশনের জন্য ব্রিজ নির্মাণের কাজ চলছিল। ৫০ ফুটের এই নির্মীয়মাণ সেতুটি কাজ চলাকালীনই এদিন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। দু’কোটি টাকার বিনিময়ে তৈরি হচ্ছিল সেতুটি। তবে সেতু ভেঙে পড়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত এলাকাবাসী। বারবার নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ার ঘটনা প্রশ্ন উঠছে প্রশাসনের দিকেও। এর আগে আরারিয়া এবং সিওয়ানে দু-দু’টি সেতু ভেঙে পড়ে ছিল নীতিশ কুমারের রাজ্যে।