
ওঙ্কার ডেস্ক: জেনেভায় ভারতের স্থায়ী মিশনে (পিএমআই) চলতি বছরে ৯ মে, গ্রুপ অফ ফ্রেন্ডস অফ ট্র্যাডিশনাল মেডিসিন-এর ষষ্ঠ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই সভায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিষেবায় প্রচলিত ওষুধের ভূমিকা আরও জোরদার করতে প্রতিজ্ঞাবদ্ধ হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় আন্তর্জাতিক ঔষধী বিষয়ক শীর্ষ সম্মেলন আগামী ২ থেকে ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ভারতে অনুষ্ঠিত হবে।
আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা ভার্চুয়ালি এই অনুষ্ঠানের ঘোষণা করেন। তিনি সমগ্র বিশ্বে প্রচলিত চিকিৎসার প্রচারে ভারতের নেতৃত্ব জোরদার করার কথা বলেন। আয়ুষ মন্ত্রকের সচিব সুস্বাস্থ্য ও সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যপূরণে ওষুধের ক্রমবর্ধমান প্রাসঙ্গিকতা নিয়েও জানান। তিনি জাতীয় আয়ুষ মিশন, আয়ুষ আরোগ্য মন্দিরের সমন্বিত মডেল, চিকিৎসার জন্য বিমা এবং ডিবিটি, ডিএসটি, আইসিএমআর এবং সিএসআইআর-এর মতো প্রতিষ্ঠানগুলির সঙ্গে গবেষণার জন্য আয়ুষ মন্ত্রকের উদ্যোগের কথা বলেন। ভাষণে আয়ুষ মন্ত্রকের সচিব প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা, জিনোমিক্স এবং জৈব তথ্যপ্রযুক্তির মতো ক্ষেত্রগুলিতে ভারতের দৃষ্টিভঙ্গীর ওপর আলোকপাত করেন। তিনি বৃহত্তর সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং গবেষণা ক্ষেত্রে অংশীদারিত্বকে সাধুবাদ জানান।
জেনেভায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশন এই বৈঠক আয়োজন করেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা এবং জাতীয় স্তরে বিভিন্ন নীতির সঙ্গে মিল রেখে প্রচলিত স্বাস্থ্য পরিষেবা প্রদানে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।