
প্রতীতি ঘোষ,উত্তর ২৪ পরগণা : সর্দার বল্লভ ভাই প্যাটেলকে শ্রদ্ধা জানাতে মঙ্গলবার জাতীয় ঐক্য দিবস পালনের ডাক দিয়েছে কেন্দ্র সরকার। গারুলিয়া পুরসভা এদিন পালন করলো জাতীয় ঐক্য দিবস। এদিন জাতীয় ঐক্য দিবস উপলক্ষ্যে গারুলিয়া পুরসভার তরফ থেকে স্বচ্ছ ভারত অভিযান ও গঙ্গাকে পরিষ্কার রাখার অঙ্গীকার নিয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয় । এদিন একটি সাইকেল মিছিলের মধ্যে দিয়ে শুরু হয় জাতীয় ঐক্য দিবস পালনের বিভিন্ন কর্মসূচি। এদিন এই সাইকেল মিছিলে অংশ নেন পুরসভার পুর প্রধান রমেন দাস, উপ পৌর প্রধান অশোক সিং সহ পুর সভার অন্যান্য কাউন্সিলররা ও পুর সভার কর্মীরা। পুরসভার পুরপ্রধান রমেন দাস জানান,এই অনুষ্ঠানের মাধ্যমে পুরসভার বাসিন্দাদের পরিবেশ ও গঙ্গাকে পরিষ্কার রাখার বার্তা দেওয়ার চেষ্টা করেছি আমরা।
সাইকেল মিছিলের পর পুরসভার পক্ষ থেকে মানুষকে যোগা সম্বন্ধে সচেতন করতে যোগ ব্যায়ামের ব্যবস্থাও করা হয়। গারুলিয়ার রানা প্রতাপ উদ্যানে যোগ ব্যায়ামের অনুষ্ঠান করে দেখানো হয় এবং যোগের গুণাগুণ সকলকে বোঝানো হয়।