
শেখ চিকু, কলকাতাঃ ২৩ জানুয়ারি দেশ জুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মদিবস। এদিন বামফ্রন্টের পক্ষ থেকেও আয়োজন করা হয়েছিল এক মিছিলের। মিছিল ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে শুরু হয়ে শেষ হয় সুবোধ মল্লিক স্কোয়ারে এসে। সেখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন জানানো হয়। উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রবিন দেব সহ অন্যান্য বাম নেতৃত্বরা। বিমান বসু বলেন, জ্যোতি বসুর সরকারের সময় দেশপ্রেম দিবস পালিত হত। তবে রাজ্যের বর্তমান সরকার দেশপ্রেম দিবস ঘোষণা করছে না বলেও রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন তিনি। কার্যত একদিকে যখন দেশের সংসদ ভবনে নেতাজির ছবিতে শ্রদ্ধা জানানো হয়। অন্যদিকে কলকাতার রেড রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি এদিন কলকাতায় বামেদের মিছিল, সব মিলিয়ে নেতাজির জন্মদিবসে মাতলেন দেশবাসী।