
নিজস্ব প্রতিনিধিঃ ২৪ ঘণ্টার মধ্যে ফের রাজ্যের ডিজি বদল। বিবেক সহায়কে সরিয়ে রাজ্যের নতুন ডিজিপি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়। সোমবার জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের ডিজি পদে রাজীব কুমারকে সরানোর নির্দেশ দেয়। সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয় বিবেক সহায়কে। কিন্তু মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এবার দায়িত্ব দেওয়া হল ১৯৮৯ সালের আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে। মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে তাঁকে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্য পুলিশের ডিজি পদে বিবেক সহায়কে বেছে নিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু মে মাসেই বিবেক পদ থেকে অবসর নিচ্ছেন। এদিকে সাত দফা নির্বাচনের শেষ দফা ভোট রয়েছে ১ জুন। সেক্ষেত্রে বিবেক সহায় তার আগেই অবসর নিয়ে নেবেন। তাই বিবেকের বদলে বেছে নেওয়া হয়েছে সঞ্জয় মুখোপাধ্যায়কে। প্রসঙ্গত সঞ্জয় মুখোপাধ্যায় বাবা আরুন মুখোপাধ্যায় এক নয়ের দশকে রাজ্যের ডিজি পদে ছিলেন।