
অরূপ পোদ্দার, শিলিগুড়ি:উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। এবার কেন্দ্র, রাজ্য সহ রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে স্মারকলিপি জমা দিতে চলেছে ইউনাইটেড ফ্রন্ট ফর সেপারেট স্টেট। সোমবার শিলিগুড়িতে কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানালেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং।ইতিপূর্বে পৃথক রাজ্যের দাবিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল দাগাপুরে। এর পর সোমবার ফের কোর কমিটির বৈঠক হয় শহর শিলিগুড়ির মাল্লাগুড়ি এলাকার একটি বেসরকারি হোটেলে । সেই বৈঠকেই স্থির হয় পৃথক রাজ্যের দাবিতে আগামীর রণ কৌলশ। ম্যারাথন বৈঠক শেষে মোর্চা সুপ্রিমো তথা ফ্রন্টের অন্যতম মুখ বিমল গুরুং জানান, নির্বাচনকে কেন্দ্র করে নয়, সাধারণ মানুষের অধিকার আর দাবিকে সামনে রেখেই পথ চলা হবে। আগামীতে সেই আন্দোলন আরো জোরালো করে তোলা হবে। এবারের লোকসভা নির্বাচনে কোনও রাজনৈতিক দলকেই সমর্থন জানানো হবে না বলেও জানানো হয়েছে ফ্রন্টের পক্ষ থেকে ।