
শেখ এরশাদ : বিষমদ খেয়ে তামিলনাড়ুতে মৃত অন্তত ২৫। চিকিৎসাধীন ৬০ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। তামিলনাডুর কল্লাকুড়িছি জেলার ঘটনায় তুমুল চাঞ্চল্য। এই ঘটনায় কড়া পদক্ষেপ করার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও.
উল্লেখ্য, বুধবার বিষ মদ খেয়েই অসুস্থ হয়ে পড়েন একের পর এক মানুষ. এই খবর প্রকাশ্যে আসতেই কাল্লাকুরচির জেলাশাসককে বদলি করে দেওয়ার পাশাপাশি জেলার পুলিশ সুপারকেও সাসপেন্ড করা হয়. এই মর্মান্তির ঘটনার পর অবৈধ মদের দোকানে মালিককে গ্রেফতার করেছে পুলিশ.