
নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ এসএসসি শিক্ষক নিয়োগ ও এসএসসি গ্রুপ-ডি কর্মী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেই চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম তো রয়েছেই। রয়েছে পরেশ অধিকারীর নামও।
পরেশের নামে ষড়যন্ত্র, প্রতারণা, জেনেবুঝে প্রমাণ লোপাট, প্রোটেকশন অফ করাপশন অ্যাক্ট সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। আর একথা সামনে আসার পর থেকেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
নীচুতলার তৃণমূল কর্মীরা নাম না করেই সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ করতে শুরু করেছে। কোচবিহার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বাপ্পা মণ্ডল সোশ্যাল মিডিয়ায় পরেশের নাম না করেই লিখেছেন, ‘বামফ্রন্টের পচা আলু দিয়ে সিঙ্গারা বানিয়ে তৃণমূলের কর্মীদের খাওয়ালে পেট ব্যথা করবে।
প্রসঙ্গত পারেশ অধিকারী, ২০০৬ থেকে ২০১১ সালে বাম আমলে রাজ্যের খাদ্য মন্ত্রী ছিলেন। রাজ্যের রাজনৈতিক পালা বদলের পর তৃণমূলে যোগ দেন। মমতা মন্ত্রীসভার শিক্ষা দফতরের প্রতি মন্ত্রী ছিলেন।