
সোমনাথ মুখোপাধ্যায়, কলকাতাঃ ভরা ব্রিগেডে বক্তব্যের একেবারে শেষ কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা বলতে গিয়ে ভুলে গেলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। বললেন, আমি বিদ্রোহী রণক্লান্ত। আমি সেই দিন হব শান্ত। যেদিন….এরপর বললেন, ভুলে গেছি। এরমধ্যে কোনও ভনিতা ছিল না মীনাক্ষীর। যদিও পরের লাইনটা একটু সংশোধন করে বললেন মীনাক্ষী। আর এই বিষয়টিই নজর কেড়েছে রবিবার ব্রিগেডে উপস্থিত সকলের।
এর পরেই ব্রিগেডের ইনসাফ মঞ্চে বক্তব্য রাখতে উঠেই মহম্মদ সেলিম বলেন, ‘কাজি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা বলতে গিয়ে, ভুলে গিয়েছিল মীনাক্ষী। অনেকে আমায় বলেন, দক্ষিণপন্থী আর বামপন্থীদের মধ্যে ফারাক কোথায়? দেখুন এটাই হল দক্ষিণপন্থী আর বামপন্থীদের মধ্যে ফারাক। মীনাক্ষী বলল, ভুলে গেছি। আসলে রণক্লান্ত। তবে শান্ত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কোনও দিন বলতে পারতেন ভুলে গেছি? মোদি কোনও দিন বলতেন ভুলে গেছি! ফ্যাসিস্টরা কোনওদিন স্বীকার করেন না নিজেদের ভুল। কিন্তু বামপন্থীরা ভুল স্বীকার করতে জানেন। ভুজুং ভাজুং দেয় না, ডহরবাবুকে খোঁজে না।