
গোপাল শীল, বকখালি:
দিঘার পর বকখালির সমুদ্রতীরে দেখা গেলো বিরল প্রজাতির বিষাক্ত সাপ ইওলো বেলি সিকে ।,আতঙ্কে পর্যটকরা, প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে মাইকে করে প্রচার।দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের ফেজারগঞ্জ কোস্টাল থানার অন্যতম পর্যটন কেন্দ্র বকখালি। এই বকখালি পর্যটকদের কাছে একটি প্রিয় স্থান। যেখানে প্রতিমাসেই হাজার হাজার পর্যটকরা বেড়াতে আসেন
আর সেখানেই দেখা গেলো বিরল প্রজাতির সাপ ইয়োলো বেলি সি ।
সাপটির পেটটি হলুদ , উপরে গায়ের রং অনেকটা কালচে, মুখটি হাঁসের ঠোঁটের মত। এই সাপ কামড়াবার পর সঠিক সময়ে চিকিৎসা না করলে মৃত্যু অনিবার্য। এই সাপকে দেখতে পাওয়ার পর থেকেই নড়ে চড়ে বসেছে প্রসাশন।মাইকিং করে সতর্ক করা হচ্ছে পর্যটকদের।
জানা গেছে এই সাপের বিজ্ঞানসম্মত নাম “পেলামিস প্লাটুরাস “। দৈর্ঘ্য আড়াই থেকে তিন ফুট। দেখতে অনেকটা কুচে মাছের মত ।এই সাপ কামড়ালে সমস্ত শরীর অসাড় হয়ে যায়।
প্রথমে কিডনি বিকল হয়, পরে হাটের উপর প্রভাব ফেলে।
তবে এই সাপ সাধারণত দেখা যায় আরব সাগরে।
কিন্তু হঠাৎ করে কিভাবে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে চলে এলো সেই নিয়ে চিন্তায় প্রশাসন।