
নিজস্ব প্রতিনিধিঃ গার্লস হোস্টেলের দাবিতে দফায় দফায় বিক্ষোভ প্রেসিডেন্সীতে। হোস্টেলের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। কলেজ স্ট্রিটের রাস্তায় বসে পড়েন ছাত্রীরা।পরবর্তীতে দীর্ঘক্ষন কলেজের গেটের সামনে চলে স্লোগান। এরপর রেজিস্টার ও ভাইস চ্যান্সেলের ঘরের সামনে অবস্থানে বসেন ছাত্রীরা।তারপর দীর্ঘ কুড়ি ঘন্টা অতিক্রান্ত রেজিস্টার ভাইস চ্যান্সেলরের ঘরের সামনে এখনও অবস্থানে বসে ছাত্রীরা। হোস্টেল ফিরে পাওয়ার দাবিতে নাছোড়বান্দা ছাত্রীরা। যদিও এখনও নিশ্চুপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।