
সুনন্দা দত্ত, হুগলি : লাকসভা ভোটের আর বেশিদিন বাকি নেই. আর হুগলি লোকসভা কেন্দ্রে তাঁর নাম ঘোষণা হতেই বিরাম নেই প্রচারে. প্রতিদিনই সাধারণ মানুষের মাঝে গিয়ে জনসংযোগ করছেন ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়. শুক্রবার সুগন্ধ্যার অনন্তপুর, এরেঙ্গা জারুরা যাদবপুর অঞ্চলে প্রচার করলেন তিনি। দই, ঘুগনির পর মানুষের ভালোবাসা চাই, হাসতে হাসতে এমনটাই বললেন হুগলি লোকসভার তৃণমুল প্রার্থী। পাশাপাশি, এই গরমে কীভাবে প্রচারের ধকল সামলাচ্ছেন, তাও জানালেন রচনা.