
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বিজেপি নেতা তরবিন্দর সিং মারওয়া। এমনই দাবি কংগ্রেসের। বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হল কংগ্রেস। বুধবার কংগ্রেস নেতা অজয় মাকেন দিল্লির তুঘলক রোড থানায় তরবিন্দরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
দিল্লি কংগ্রেসের অভিযোগ, সম্প্রতি দিল্লিতে বিজেপির এক সভায় বিজেপি নেতা তরবিন্দর সিং মারওয়া প্রকাশ্যে রাহুল গান্ধিকে প্রাণনাশের হুমকি দেন। প্রসঙ্গত, সম্প্রতি বিজেপি নেতা তাঁর ভাষণে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উদ্দেশে বলেন, ‘আপনি সতর্ক হয়ে যান। তা না হলে আপনার দশা হবে ঠাকুমার মতো।’
শুধুমাত্র তরবিন্দর সিং মারওয়া নয়, কংগ্রেসের অভিযোগ রয়েছে শিব সেনার শিণ্ডে শিবিরের বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়ের বিরুদ্ধেও। তিনি বলেন, ‘আমি ১১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছি। যে ব্যক্তি রাহুলের জিভ কেটে আনতে পারবে তাঁকে আমি এই টাকা দেব।’
কংগ্রেসের অভিযোগ রয়েছে রেল প্রতিমন্ত্রী রবনীত বিট্টুর বিরুদ্ধেও। বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ, গত ১৫ সেপ্টেম্বর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি রাহুল গান্ধিকে ‘পয়লা নম্বরের জঙ্গি’ বলে তোপ দাগেন। অভিযুক্ত উত্তরপ্রদেশের মন্ত্রী ও বিজেপি নেতা রঘুরাজ সিংও। তিনিও ১৬ সেপ্টেম্বর একইভাবে রাহুলকে ‘জঙ্গি’ বলে আক্রমণ করেন বলে অভিযোগ। হাত শিবিরের দাবি, এই ধরনের মন্তব্য করে রাহুলের বিরুদ্ধে উসকানি দিচ্ছে বিজেপি তথা এনডিএ শিবির।
উল্লেখ্য,আমেরিকা সফরে গিয়ে রাহুল গান্ধীর ‘সংরক্ষণ’ সংক্রান্ত মন্তব্যের পালটা আক্রমণ শানাতে গিয়ে একের পর এক কুকথা বলেছেন এনডিএ শিবিরের নেতারা বলে অভিযোগ।