
ওঙ্কার বাংলা ডেস্ক: অযোধ্যায় রামমন্দির নির্মাণের পর সম্প্রতি দেশে একাধিক মন্দির মসজিদ বিতর্ক উঠেছে। সেই আবহে সম্প্রীতির বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, এই জাতীয় বিষয়গুলি তুলে ধরে কেউ কেউ হিন্দুদের নেতা হতে চাইছে।
বৃহস্পতিবার ‘ইন্ডিয়া – দ্য বিশ্বগুরু’ শীর্ষক আলোচনায় অংশ নেন আরএসএস প্রধান। তিনি অন্তর্ভুক্তিমূলক সমাজের পক্ষে কথা বলেন। শুধু তাই নয় সঙ্ঘ প্রধান বলেন, বিশ্বকে দেখাতে হবে যে ভারত সম্প্রীতির সঙ্গে একসঙ্গে থাকতে পারে।
ভারতীয় সমাজের বহুত্বকে তুলে ধরেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান। তিনি বলেন, রামকৃষ্ণ মিশনে বড়দিন উদযাপিত হয়। তাঁর কথায় ‘কেবল আমরা এটি করতে পারি কারণ আমরা হিন্দু।’ তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সম্প্রীতির মধ্যে বসবাস করছি। আমরা যদি বিশ্বকে এই সম্প্রীতি দান করতে চাই তবে আমাদের এর একটি মডেল তৈরি করতে হবে। রামমন্দির নির্মাণের পর, কিছু লোক মনে করে যে তারা নতুন জায়গায় একই ধরনের ইস্যু তুলে হিন্দুদের নেতা হতে পারে। এটা গ্রহণযোগ্য নয়’। ভাগবত আরও বলেন, রাম মন্দির নির্মাণ করা হয়েছিল যেহেতু এটি সমস্ত হিন্দুদের বিশ্বাসের বিষয়।