
সোমনাথ মুখোপাধ্যায়, অযোধ্যাঃ রাম মন্দিরের উদ্বোধন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন ‘যাঁরা বলেছিলেন রাম মন্দির নির্মাণ হলে আগুন জ্বলবে, তারা ভারতের সামাজিক ভাবাবেগ চেনেন না। স্পষ্ট করে তিনি বুজিয়ে দেন, রাম আগুন নয়, রাম বিবাদ নয়। রাম শক্তি। রাম সামাধান। রাম শুধু আমাদের নয়, রাম সকলের।
সোমবার অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৮৪ সেকেন্ডের মাহেন্দ্রক্ষণে তাঁর হাতেই নব নির্মিত রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করলেন তিনি। হাজির ছিলেন প্রায় ১০ হাজার মানুষ। রাম মন্দিরের উদ্বোধন টেলিভিশনের পর্দায় দেখল গোটা বিশ্ব। অভিযোগ উঠেছিল রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানকে শাসক দল বিজেপি রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস এই অজুহাতেই সোমবারের অযোধ্যা মহোৎসবে যোগদান করেনি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নিরপেক্ষ দেশে কোনও ধর্মীয় অনুষ্ঠান হওয়া সংবিধান বিরোধী। এমন অভিযোগে আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বাম ফ্রন্টের বড় শরিক সিপি আইএম। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেছিলেন ‘এই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসব আদতে রাজনৈতিক গিমিক।’ এদিন মন্দির উদ্বোধনের পর বিরোধীদের সমস্ত অভিযোগকেই খণ্ডন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যাঁরা বলেছিলেন রাম মন্দির নির্মাণ হলে আগুন জ্বলবে, তারা ভারতের সামাজিক ভাবাবেগ চেনেন না। তাদের সকলকে বলব, এই মন্দির দর্শনে আসুন, ঐতিহাসিক মুহূর্ত অনুভব করুন। নিজেদের চিন্তাভাবনা বদলে ফেলুন।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, ‘দীর্ঘ সময় ধরে এই রাম মন্দির নির্মাণে যে আপত্তি এসেছিল তা খতম হল। আমাদের পূর্বজরা অনেক ত্যাগ সহ্য করেছেন। আমাদের দেশের সংবিধানের প্রথমেই ভগবান রাম বিরাজমান। তিনি বালেন, “এটি রামের আকারে জাতীয় চেতনার মন্দির। রাম ভারতের বিশ্বাস, রাম ভারতের ভিত্তি। রাম ভারতের ধারণা, রাম ভারতের আইন… রাম ভারতের গৌরব, রাম ভারতের গৌরব… রাম নেতা এবং রাম নীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন স্পষ্ট করে বুজিয়ে দেন, রাম আগুন নয়, রাম বিবাদ নয়। রাম শক্তি। রাম সামাধান। রাম শুধু আমাদের নয়, রাম সকলের।