
নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে অয্যোধ্যায়। মন্দির উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন রাম মন্দির আন্দোলনের পুরোধা লালকৃষ্ণ আডবাণী । উদ্বোধনের আগে এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে আডবাণী বললেন, কোন ভক্তের হাতে তৈরি হবে রাম মন্দির, তা নিজেই ঠিক করে রেখেছিলেন স্বয়ং রাম।’সাক্ষাৎকারে আডবাণী আর ও বলেন, ‘কোন ভক্ত রামের মন্দির তৈরি করবে, কার তত্ত্বাবধানে হবে, তা ঠিক করে রেখেছিলেন রামই।