
নিলয় ভট্টাচার্য, নদীয়া : নির্বাচন কমিশনের নির্দেশের মতো ১০ই জুলাই বিধানসভা উপনির্বাচন হওয়ার কথা ছিল চার কেন্দ্রে। সেইমতো মানিকতলা, রায়গঞ্জ, বাগদা ও রাণাঘাট কেন্দ্রে সকাল থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। এরই মধ্যে রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে সকালবেলাই বুথে বুথে গিয়ে ভোট পরিদর্শন করতে দেখা গেল তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারীকে। এদিন ভোট পরিদর্শনে বেরিয়ে বিজেপির উপর ক্ষোভ উগরে দেন তৃণমূল প্রার্থী। এছাড়াও কেন্দ্রীয় বাহিনীকে নিয়েও তুলেছেন প্রশ্ন কারণ কেন্দ্রীয় বাহিনী বিজেপির বাহিনী দল দাস হিসেবে কাজ করছে এবং ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে এ বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন তিনি।
এছাড়াও আবারও তার মুখে শোনা গেল গেরুয়া বসনধারী উগ্রপন্থীর কথা এবং বিজেপিকে কটাক্ষ করে তার বক্তব্য, রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজেপি এরকম উগ্রপন্থীদের নিয়ে উগ্র হিন্দুত্ববাদের কাজ শুরু করেছে।