
ওঙ্কার ডেস্ক:ভোট পরবর্তী হিংসা অব্যাহত রাজ্য জুড়ে।ভোটের ফল ঘোষণা হওয়ার আগেই এক সিপিএম নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত সিপিএম নেতার নাম অপূর্ব মজুমদার। নদিয়া রানাঘাট দু নম্বর ব্লকের নোকারি অঞ্চলে দীর্ঘদিন সিপিএম একনিষ্ট কর্মী হিসাবে তিনি কাজ করছেন বলে জানা গেছে। অভিযোগ তাকে রাস্তায় একা পেয়ে তার উপর হামলা চালায় একদল দুষ্কৃতী, ভারী বস্তু দিয়ে বেশ কয়েকবার আঘাত করা হয় বলে জানা গেছে। এরপর ওই বাম নেতা কে স্থানীয়রা উদ্ধার করে , রানাঘাট সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই বর্তমানে তার চিকিৎসা চলছে । সিপিএমের অভিযোগএই ঘটনার সঙ্গে তৃণমূলের দুষ্কৃতীরা জড়িত রয়েছে। তবে সিপিএমের তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।