
স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের তরুণ ব্যাটার শ্রেয়স আইয়ারের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। প্রথমে তো জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি তাঁকে কার্যত ‘মিথ্যেবাদী’ তকমা দিয়েছে। আর এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও তাঁর বিরুদ্ধে একটা বিশাল বড় পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যেই বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে শ্রেয়সের নাম। বিসিসিআই যে শ্রেয়সকে অবাধ্যতার শাস্তি দিয়েছে, সেটা কারোর বুঝতে বাকি নেই। এই পরিস্থিতিতে আসন্ন টি-২০ বিশ্বকাপে শ্রেয়স আইয়ারকে টিম ইন্ডিয়ার স্কোয়াডে রাখা হবে কি না, তা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে।যদিও তাঁদের পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী । এদিন শাস্ত্রী বলেন,ক্রিকেটে মতো খেলায় কামব্যাকের মধ্যে দিয়েই বোঝায় ক্রিকেটারের স্পিরিট। মাথা উঁচু করো শ্রেয়স, ঈশান। চ্যালেঞ্জের মুখোমুখি হও। আর প্রবল ভাবে ফিরে এসো। তোমাদের অতীতের পারফরম্যান্স বলে দেবে সবটা। আমার কোনও সন্দেহ নেই, তোমরা আবার তোমাদের জায়গা জিতে নিতে পারবে।’