
স্পোর্টস ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিং স্টাইলকে তাঁদের প্রাক্তন খেলোয়াড় নামেবিয়ার অলরাউন্ডার ডেভিড উইসে সমালোচনা করেন। তিনি জানান, গত বছর কেকেআরের কোচের কড়া শাসনে প্রাণ ওষ্ঠাগত হত বিদেশি ক্রিকেটারদের। কারণ তিনি দলে সেনা বাহিনীদের মত সবাইকে শাসন করতেন কিন্তু উইসের সঙ্গে একমত নন কেকেআরের তারকা অল রাউন্ডার আন্দ্রে রাসেল।রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগে রাসেল বলেন, “গতবছর থেকে আমরা ওনার কোচিংয়ে খেলছি। যেকোনও কোচের সঙ্গে প্রথমবার কাজ করলে তাঁর কোচিং দর্শনের সঙ্গে মানিয়ে নিতে হয়। সব কিছুরই নিয়ম থাকে। আমরা পেশাদার। তাই আমরা কোনও অভিযোগ করি না। আমি সারা পৃথিবীতে ফ্রাঞ্চাইজি লিগ খেলি আর সেরাটা দেওয়ার চেষ্টা করি। এখানেও তেমন।’