
ওঙ্কার ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেফতারের পর সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে সেদেশের রাজপথ। এবার এই আন্দোলন নিয়ে কার্যত হুঁশিয়ারি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আন্দোলন তুলে নেওয়ার জন্য এরদোগান নির্দেশ দিয়েছেন বিক্ষোভকারীদের।
সোমবার তুরস্কের প্রেসিডেন্ট, এই আন্দোলনকে ‘সহিংস’ আন্দোলন বলে উল্লেখ করেছেন। দ্রুত বিক্ষোভ তুলে নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি তাঁর অভিযোগ, এই আন্দোলনের মাধ্যমে মানুষকে উসকানি দেওয়া হচ্ছে। গতকাল এরদোগান বলেন, ‘ইমামোগলুর গ্রেফতার ঘিরে যে বিক্ষোভ শুরু হয়েছে, তা সহিংস চেহারা নিয়েছে।’ আন্দোলনকারীদের উদ্দেশে হুঁশিয়ারির সুরে তিনি আরও বলেন, ‘প্রশাসনের ধৈর্যের বাঁধ ভাঙতে দেবেন না। তার আগেই এই বিক্ষোভ তুলে নেওয়া হোক।’
উল্লেখ্য, সোমবারই ইমামোগলুর দল রিপাবলিকান পিপলস পার্টির তরফে জানানো হয়, তাঁকেই ২০২৮ সালে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঠিক করা হয়েছে। ইমামোগলুর গ্রেফতার পরবর্তী আন্দোলনে বিক্ষোভের জেরে একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ এরদোগানের। বেশ কিছু সরকারি সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়েছে। তুরস্কের প্রেসিডেন্টের এই বক্তব্যের পরও বিক্ষোভ-আন্দোলনে ভাটা পড়েনি। সোমবার দেশজুড়ে সরকার বিরোধী এই আন্দোলন ষষ্ঠ দিনে পড়েছে।
অন্যদিকে জেলের মধ্য থেকে জনগণকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন ইমামোগলু। কেউ যেন কোনো উসকানিতে পা না দেন সেই বিষয়ে আন্দোলনকারীদের সতর্ক করেছেন তিনি। পুলিশের সঙ্গে যাতে কেউ সংঘর্ষে না জড়িয়ে পড়েন তা নিয়েও চেতাবনি দিয়েছেন তিনি।