
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ স্কুল সার্ভিস কমিশনয়ের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিন। আগামী সপ্তাহে হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলায় দায়ের হওয়া এফআইআর নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মামলকারির আইনজীবী শ্রীকান্ত পাল জানান, “২০২২ সালে মুর্শিদাবাদের সুতির গোথা হাইস্কুলে বেআইনি নিয়োগের অভিযোগ ওঠে। বাবা স্কুলের প্রধান শিক্ষক। সেই স্কুলেরই ভুয়ো শিক্ষক ছেলে। অনিমেষ তিওয়ারি নামে ওই শিক্ষকের নিয়োগ নিয়ে তদন্ত শুরু করে সিআইডি। চাকরিপ্রার্থী সোমা রায়ের আনা মামলায় জেলা স্কুল পরিদর্শক (ডিআই) এর এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সিআইডির বিশেষ তদন্তকারী দল। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন মামলাকারি তথা এসএসসি-র পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিনের স্ত্রী জাসমিন খাতুন। কিন্তু মামলায় তাঁর দাবি, ডিআইয়ের এফআইআরে তাঁর নাম নেই তার সত্বেও তাঁকে গ্রেফতার করা হবে বলে জানানো হচ্ছে। শেখ সিরাজুদ্দিন বাঁকুড়ার শালডিহা কলেজের অধ্যক্ষ পদে রয়েছেন। তাই গ্রেফতারির আশঙ্কা করছেন।