
শেখ এরশাদ,কলকাতা : আরজি হাসপাতালে তরুণী চিকিৎসকের হত্যার ঘটনায় ইতিমধ্যেই একাধিক বার প্রশ্নের মুখে পড়তে হয়েছে কলকাতা পুলিশকে। সুপ্রিম কোর্টে চলছে আরজি কর কাণ্ডের শুনানি। এই পর্বে একের পর এক প্রশ্নের মুখে পড়েছে রাজ্য থেকে পুলিশ প্রশাসন। রাজ্য সরকার ও কলকাতা পুলিশকে তুলোধোনা করেছে দেশের শীর্ষ আদালত। এসবের মাঝেও নজরে আসল পুলিশের মানবিক রূপ। শুক্রবার কলকাতা পুলিশের অফিসার ইন চার্জ অনির্বাণ মাঝি ডিউটি চলাকালীন এক মুমূর্ষ ব্যক্তিকে মেডিক্যাল কলেজের ৬ নং গেটে পড়ে থাকতে দেখেন। সময় নষ্ট না করে অফিসার তাকে মেডিক্যাল কলেজে এমার্জেন্সি বিভাগে ভর্তি করেন। শুরু হয় সেই ব্যক্তির চিকিত্সা। শেষ পাওয়া খবর অনুযায়ী, তিনি খানিকটা ভালো আছেন। লাঠি, জলকামান, বন্দুক বাগিয়ে আইনশৃঙ্খলা রক্ষা – এটাই পুলিশের পরিচিত রূপ৷ তবে তাদের আরও একটা দিক আছে৷ কলকাতার রাজপথ আবারও সাক্ষী হয়ে থাকল পুলিশের সেই মানবিক রূপের৷ অসুস্থ ব্যক্তিকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিত্সা ব্যবস্থা করে সেই মানবিক রূপের পরিচয় দিলেন অফিসার ইন চার্জ অনির্বাণ মাঝি।