
স্পোর্টস ডেস্ক :আগামী জুন মাসে ভারতের টি২০ দলগঠন নিয়ে নানা বিতর্ক হচ্ছে। বিশেষ করে রিঙ্কু সিংয়ের সুযোগ না পাওয়া সবাইকে অবাক করেছে। রিঙ্কুর সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এদিন সিএবির বেঙ্গল প্রো টি২০ লিগের ট্রফি উন্মোচনে সৌরভ বললেন,’প্রধান নির্বাচক অজিত আগারকর আর অধিনায়ক রোহিত শর্মা দারুন কাজ করেছেন। খুব শক্তিশালী দল হয়েছে। ভারত একটা অতিরিক্ত স্পিনার দলে নিয়েছে। ফলে রিঙ্কু সিংয়ের স্থান মূল স্কোয়াডে হয়নি। রিজার্ভ দলে ও আছে। রিঙ্কুর কেরিয়ার সবে শুরু। আগামী দিনে ভারতের হয়ে আরও ম্যাচ খেলতে পারবে রিঙ্কু। ওরা যেহেতু ওয়েস্ট ইন্ডিজের উইকেট স্পিনের কার্যকরী সেই হিসেবে দল করেছে।’ এছাড়া সৌরভ বললেন, বিরাট কোহলির ওপেনিংই করা উচিত। কোহলি বড়ো প্লেয়ায় তার স্ট্রাইকরেট নিয়ে চিন্তিত নন মহারাজ।