
স্পোর্টস ডেস্ক :দ্বিতীয় টি-২০ ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতকে ৫ উইকেটে হারাল এডেন মার্করামের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। উল্লেখযোগ্যভাবে, তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। শুরুটা একেবারেই ভালোভাবে করতে পারেনি ভারত। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। এরপর তিলক বর্মা এবং অধিনায়ক সূর্যকুমার যাদব মিলে দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর পাল্টা আক্রমণ করেন। তাদের দুজনের মধ্যে ৪৯ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ওঠে। তিলক ৪টি চার এবং ১টি ছয় সহ ২০ বলে ২৯ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। সূর্যকুমার যাদব ৩৬ বলে ৫৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৫টি চার এবং ৩টি ছয় মারেন। তিনি এবং রিঙ্কু সিং মিলে ৭০ রানের একটি দারুণ পার্টনারশিপ করেন। রিঙ্কু সিং ৩৯ বলে অপরাজিত ৬৮ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৯টি চার এবং ২টি ছয়।এদিন বিরাট কোহলিকে ছুঁলেন সূর্য। ৫৬ তম ইনিংসে টি-২০ তে ২০০০ এর ক্লাবে প্রবেশ করলেন ভারতের নেতা। ২৯ বলে অর্ধশতরানে পৌঁছে যান। তারপর অবশ্য বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ৩টি ছয়, ৫টি চারের সাহায্যে ৩৬ বলে ৫৬ করে আউট হন সূর্য। তার আগে আরও একটি রেকর্ড করেন স্কাই। ভারতের প্রথম অধিনায়ক হিসেবে টি-২০ তে দক্ষিণ আফ্রিকায় অর্ধশতরান করলেন। অন্য প্রান্তে আরও একটি অনবদ্য ইনিংস উপহার রিঙ্কু সিংয়ের। দক্ষিণ আফ্রিকার মাটিতে অভিষেকেই অর্ধশতরান কেকেআরের উঠতি তারকার। ৩০ বলে ৫০ রান সম্পূর্ণ করেন। সাধারণত বড় শট খেলতে পছন্দ করেন। কিন্তু দলের প্রয়োজন অনুযায়ী এদিন দায়িত্বশীল ইনিংস খেললেন। তবে শেষদিকে পাওয়ার স্ট্রাইকিংয়ে দলকে ভাল জায়গায় পৌঁছে দেন রিঙ্কু। ১৯তম ওভারে দুটো বিশাল ছক্কা হাঁকান। তারমধ্যে একটি ছক্কায় ভাঙলেন মিডিয়া বক্সের কাঁচ। ৩৯ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন রিঙ্কু। ইনিংসে রয়েছে ২টি ছয়, ৯টি চার