
সুকান্ত চট্টোপাধ্যায়,হিঙ্গলগঞ্জ: মঙ্গলবার ভোর থেকেই বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের পুরাতন সাহেব খালি নদীর পাড়ে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। ।তারা জানিয়েছেন , নদী সংলগ্ন দুই কিলোমিটার রাস্তা দীর্ঘ দিন ধরে চলার অযোগ্য হয়ে রয়েছে। যেকোনো মুহূর্তে নদী গর্ভে চলে যেতে পারে ।পাশাপাশি কালিন্দী নদীর বাঁধও ২০০, মিটার বসে গেছে। যেকোনো মুহূর্তে ওই বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে একাধিক গ্রাম। একদিকে যেমন ক্ষতি হতে পারে সব্জী চাষে, অন্যদিকে মাছ চাষেও ব্যাপক ক্ষতি হতে পারে। বারবার গ্রাম পঞ্চায়েত , ব্লক প্রশাসন ও বিধায়ককের একাধিক দপ্তরে জানিও কোন সূরাহ মেলেনি। এবার তাই লোকসভা নির্বাচনের আগে রাস্তা এবং নদী বাঁধ সারাইয়ের দাবিতে আন্দোলন শুরু করেছেন গ্রামবাসীরা।নাহলে তারা ভোট বয়কট করবেন বলে জানিয়েছেন।তবে দুলদুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস মন্ডল আশ্বাস দিয়েছেন রাস্তা ও নদী বাঁধের কাজ খুব দ্রুত শুরু হবে।
ভোট বড় বালাই, আর তাই শেষ মুহূর্তে গ্রামবাসীদের মন রাখতে,নদী ও বাঁধের কাজ করা হয় কিনা সেদিকেই নজর সব মহলের।