
নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ওপর হামলার তদন্তে বৃহস্পতিবার সন্দেশখালির দুই বাসিন্দাকে তলব আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিন তলব করা হয়েছে ছোট আজগড়া গ্রামের বাসিন্দা কুতুবুউদ্দিন শেখ ও তার ছেলেকে। ৫ই জানুয়ারি সন্দেশখালিতে ইডি র উপর যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এই দুজন একাধিক ভিডিও ফুটেজ খতিয়ে দেখে তেমনটাই দাবি সিবিআইয়ের। সেই ফুটেজ দেখে এদিন এই দুজকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে তলব করা হয়েছে। সেইমতো তাঁরা হাজির দেন এদিন। কেন তারা ওই জায়গায় উপস্থিত হয়েছিলেন , কার নির্দেশে তারা উপস্থিত হয়েছিলেন , এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত ছিলেন এই সকল প্রশ্ন তাঁদের জিজ্ঞাসাবাদে কড়া হচ্ছে বলে সূত্রের খবর।