
সুকান্ত চট্টোপাধ্যায়,সন্দেশ খালি:ফের উত্তেজনা সন্দেশখালীতে ।এবার শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরের বাড়ী ও মাছের ভেড়ির আলঘরে আগুন লাগিয়ে দিলেন গ্রামবাসীরা । ঘটনাস্থলে এসে বিক্ষোভের মুখে স্থানীয় বিধায়ক।সন্দেশখালীর ঘটনার পর ৪৯ দিন কেটে গেলেও , এখনও অধরা শেখ শাহজাহান। তার সঙ্গী শিবু ও উত্তম কে গ্রেফতার করা হলেও এখনো ক্ষোভ কমেনি এলাকাবাসির।তারই প্রমাণ পাওয়া যাচ্ছে রোজই।এবার উত্তেজনা ছড়ালো বসিরহাট মহকুমার সন্দেশখালি দু’নম্বর ব্লকের বেরমজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুুপখালি এলাকায় । অভিযোগ কয়েক মাস আগে বেশ কয়েক বিঘা জমি বেআইনি ভাবে দখল করে রেখেছিল শাসকদলের যুব নেতা শেখ আলমগীর ।সে শেখ শাহজাহানের ছোট ভাই বলে পরিচিত। এবার সেই আলমগীরের ভেরীর আলঘর ও অস্থায়ী বাড়িতে আগুন লাগিয়ে দিলো গ্রামবাসীরা।
গ্রামবাসীদের দাবি তাদের দখল করা জমি ফেরত দিতে হবে শাহজাহানের ভাইকে।
উল্লেখ্য এদিন সকাল থেকেই শেখ শাহজাহানের ভেড়ি র সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা।এবং কিছুক্ষন পরেই আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।খবর পেয়ে ঘটনা স্থলে আসে বিশাল পুলিশ বাহিনী ।