
অরিন্দম হরি, সন্দেশখালি : লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই ফের ১৪৪ ধারা জারি করা হল সন্দেশখালিতে. রবিবার সকাল থেকে ৪ জুন পর্যন্ত অর্থাৎ ভোটের ফল বেরোনোর দিন পর্যন্ত ১৪৪ ধারা জারি করল পুলিশ প্রশাসন. তবে, ১৪৪ ধারা জারি হওয়ার পরেও নতুন করে উত্তেজনা ছড়ালো সন্দেশখালিতে. সন্দেশখালিতে আগারহাটি মণ্ডলপাড়া ধুন্ধুমার পরিস্থিতি. পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রামে ঢুকে ধরপাকড়ের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে. একজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে ছিনিয়ে নিলেন গ্রামের মহিলারা। পুলিশের বিরুদ্ধে গ্রামে ঢুকে অত্যাচারের পাল্টা অভিযোগে বিক্ষোভ।
শেষ দফার ভোটে শনিবার বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে। শনিবার ভোটের দিনও দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালি. সন্দেশখালির নেজাট থানার বয়ারমারী দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের চুঁচুড়া সহ বিভিন্ন জায়গায় অশান্তির ছবি. মারধর, মাথা ফাটানো, এলাকায় সন্ত্রাস তৈরি করা, এমন কি পুলিশকে ঘিরে ধরে বেধড়ক মারধরের অভিযোগে একাধিক ধারায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ.