
.নিজস্ব প্রতিবেদক:সন্দেশখালির পথে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজভবনের সামনে বাসে ওঠার আগে ডিজিপি রাজিব কুমারের উদ্যশ্যে কড়া হুশিয়ারি দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। এখানে তিনি কার্যত হুশিয়ারির সুরে বলেন, ১৪৪ ধারা মেনে সন্দেশখালি যাব। বাঁধা পেলে দেখা যাবে। যদিও বৃহস্পতিবার ও সায়েন্স সিটির কাছে শুভেন্দুর বাস আটকায় পুলিশ। শেষ অব্দি চার বিধায়ক যাওয়ার শর্তে বিজেপি বিধায়কদের চেক করে ছেড়ে দেয় পুলিশ। বিজেপির এই প্রতিনিধি দলে রয়েছেন শঙ্কর ঘোষ, চন্দনা বাউরি, মিহির গোস্বামী সহ একাধিক বিধায়ক।
উল্লেখ্য এর আগের বার এই সাইনসিটিতে আটকে গিয়েছিল শুভেন্দু অধিকারীর কনভয়। সেদিনকে শুভেন্দু অধিকারী ঘোষণা করে দেন ১৫ তারিখ তিনি বিদায় নিয়ে ফের আসবেন সন্দেশখালিতে। সন্দেশখালি তে ১৪৪ ধারা গাড়ি যে দাবি নিয়ে উচ্চ আদালতে হাজী রহমান শুভেন্দু। বিচারপতি জয় সেনগুপ্ত শুভেন্দুর আরজির প্রেক্ষিতে সন্দেশখালি তে ১৪৪ ধারা বাতিল করে দেন টেকনিক্যাল ত্রুটির কারণে। পরে প্রশাসন নির্দিষ্ট কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করে। তার মধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বসিরহাটে এসপিও অফিস অভিযান করতে গিয়ে তুলকালাম কান্ড ঘটিয়ে ফেলেন।
সুকান্ত মজুমদার যখন নার্সিংহোমে বিছানায় শুয়ে তখনি শুভেন্দু অধিকারী ঝাঁপালেন সন্দেশখালিতে পৌঁছতে।