
নিজস্ব সংবাদদাতা, কলকাতা : সন্দেশখালি সংক্রান্ত জনস্বার্থ মামলা জরুরি ভিত্তিতে শোনার আর্জি খারিজ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ আইনজীবী সংযুক্তা সামন্তের।জরুরী ভিত্তিতে শুনানির আবেদনে সাড়া দিলো না আদালত।
প্রধান বিচারপতির প্রশ্ন, মামলাকারী কি কোন সমাজকর্মী? কোন বিশেষ ব্যক্তি? মামলাকারী কি নিজে সন্দেশখালি গেছিলেন?আইনজীবীর উত্তর না যাইনি। তবে ওখানের পরিস্থিতি খুব খারাপ। মহিলারা আতঙ্কিত।
প্রধান বিচারপতির প্রশ্ন মিডিয়া রিপোর্ট এর ভিত্তিতে জনস্বার্থ মামলা কেন? সিঙ্গেল বেঞ্চে সোমবার সন্দেশখালির মামলা শুনবে। আইনজীবীর দাবি,, শুধু মিডিয়া রিপোর্ট নয়। রাজ্যপালের রিপোর্টও রয়েছে মামলায়।এরপর প্রধান বিচারপতি বলেন,দ্রুত শুনানির আর্জি খারিজ। মামলা শোনা হবে লিস্ট অনুযায়ী ।