
নিজস্ব প্রতিনিধিঃ যাদবপুরে এবারে ত্রিমুখী লড়াইয়ে কে এগিয়ে কে পিছিয়ে সব উত্তরই আসবে ৪ জুন অর্থাৎ নির্বাচনের ফলাফল ঘোষণার দিন। তবে প্রচারে নেমে পড়েছে সব দলই। শুক্রবার রাজপুর সোনারপুর পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ দের উদ্যোগে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষর সমর্থনে এক মিছিলের আয়োজন করা হয়। এদিন মিছিলে উপস্থিত ছিলেন ৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মহিলাকর্মী সমর্থকরা। পাশাপাশি সায়নী ঘোষকে দেখার জন্য রাস্তার দুধারে স্থানীয়দের ভিড় ছিল চোখে পড়ার মতো। মিছিলে হাঁটতে হাঁটতে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগও সারলেন সায়নী। তবে রাজ্যের শাসক দল কী এই কেন্দ্র ধরে রাখতে পারবে নাকি ফের বাম দুর্গে উড়বে লাল পতাকা। অপেক্ষা এখন শুধুই মানুষের উত্তরের।