
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা : দুয়ারে লোকসভা ভোট। তাই চৈত্রের কাঠফাটা রোদেও থেমে নেই প্রচার। মঙ্গলবার সকাল থেকেই জনসংযোগে নেমে পড়েছেন সায়নী ঘোষ। রোদের তেজ উপেক্ষা করে হুডখোলা গাড়িতেই প্রচার চালাচ্ছেন যাদবপুরের তৃণমূলের প্রার্থী. মাঝরাস্তায় গাড়ি থামিয়ে চুমুক দিলেন ডাবে। সঙ্গে রয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বধ্যোপাধ্যায়। পায়ে হেঁটে বর্ণাঢ্য মিছিলে অংশ নিয়েছেন দলের প্রচুর কর্মী সমর্থক। সায়নীকে দেখতে ভিড় জমিয়েছেন এলাকার সাধারণ মানুষও।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুমন্তব্য করায় দিলীপ ঘোষকে কড়া নিশানা করেন সায়নী।
পাশাপাশি, উত্তরবঙ্গ-বিপর্যয় নিয়ে মমতাকে শুভেন্দুর আক্রমণের পাল্টাও দেন সায়নী। তিনি বলেন, ‘বিজেপির কাজ শুধু বড় বড় কথা বলা। মানুষ তৃণমূলের পাশে আছে’।