
প্রশান্ত দাস,মালদা:আমরা বলেছিলাম নেতা নয় নীতিই প্রাধান্য পাক । দেশের মানুষের সমস্যা নিয়ে আলোচনা করতে আর, তৃনমূল চাইছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধান মন্ত্রী করতে।তাই ইন্ডিয়া নিয়ে সমস্যায় পড়েছে তৃনমূল।বুধবার “ইন্ডিয়া” জোট এড়িয়ে মমতা বন্দোপাধ্যায়ের একলা চলার বার্তা দেওয়ার পরই তৃনমূল এবং মমতা বন্দোপাধ্যায় কে এভাবেই আক্রমণ করলেন বাম নেতা মহম্মদ সেলিম।পাশাপাশি বিজেপির সঙ্গে তৃনমূলের গোপনে সমঝোতা হয়েছে বলেও কটাক্ষ করেন তিনি।