
নিজস্ব প্রতিনিধিঃ যেদিন পুরোপুরিভাবে অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে, সেদিন তিনি যাবেন অযোধ্যায় রাম মন্দিরে, ভক্তিভরে শ্রীরামের পুজো করবেন। এমনটাই জানালেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে হাজির থাকতে আমন্ত্রণ জানান হয়েছে, প্রবীন নেতাকে।
এবার রাম জন্মভূমি ট্রাস্টের সচিব চম্পত রাইকে তিন চিঠি লিখে পাওয়ার যানান, নির্দিষ্ট সময়ে তিনি অযোধ্যায় যাবেন, ভক্তিভরে পুজো করবেন শ্রীরামচন্দ্রের। প্রসঙ্গত উল্লেখ্য, ওয়াকিবহাল মহল মনে করছে শরদ পাওয়ারের এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ গেরুয়া শিবিরের জন্য খুবই অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল।
চারজন শঙ্করাচার্যও আগামী ২২ জানুয়ারি যাবেন না অয্যোধ্যায়, ইতিমধ্যেই তাঁরা একথা ঘোষণা করেছেন। শঙ্করাচার্যদের বক্তব্য রাম মন্দির পুরোটা তৈরি হয়নি। অসম্পূর্ণ মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হিন্দু শাস্ত্র বিরোধী।