
অরূপ পোদ্দার, শিলিগুড়ি : শিলিগুড়িতে তৃনমুলের গোষ্টি কোন্দলের ছোয়া থাকলেও প্রকাশ্যে কেউ তা মানতে নারাজ।তবে ক্ষমতা দখল নিয়ে মাঝে মধ্যই চলে মারামারি।এমন ঘটনা এখন নিত্যদিনের ব্যাপার শক্তিগড় এলাকায়।
রবিবার রাত্রে ফের গোষ্টি কোন্দলে আহত দুই গোষ্টির তিনজন। বর্তমানে তারা চিকিৎসাধীন সরকারী ও বেসরকারী হাসপাতালে। তবে দুপক্ষই একে অপরকে দোষ চাপিয়ে নিজেদের ঘাড় থেকে ঝামেলা নামিয়ে নিস্তার পেতে চাইছে।এদিকে ঘটনায় এক অভিযুক্তকে দুরন্ত দাস,ডাক নাম ভুট্টুকে গ্রেফতার করেছে এনজেপি থানার পুলিশ।
তাদের অত্যাচারে স্থানীয়রা ভীতসন্ত্রস্ত। একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে লিখিত আকারে থানায় জমা পরলেও আজও এনজেপি থানার পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যাবস্থা গ্রহন করেনি।দ্রুত সুবিচারের দাবি জানান তারা।না হলে আগামীতে বাসিন্দাদের নিয়ে আন্দোলন সংগঠিত করবেন।।।
অন্যদিকে তার বিরুদ্ধে অভিযোগ আনা ভিত্তিহীন বলে দাবি করেন অভিষেক দাস। তিনি জানান,কোন এক জেলা স্তরের তৃনমুল নেতার মদতে এমন কর্মকান্ড ঘটাচ্ছে স্থানীয় কিছু ব্যাক্তি।গত রবিবার তারাই এসে তাদের উপর চরাও হয়।শুধু তাই নয়, তাদের হামলায় দুজন উত্তর বঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন।রাত ১১ টা সোয়া এগারোটা নাগাদ বিপ্লব বাড়িতে ফিরছিল রাস্তায় দুষ্কৃতীরা তাকে ধরে মারধর করে এ কথা জানান স্থানীয় বাসিন্দা শেখর দত্ত। সম্পূর্ন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে।