
সুকান্ত চট্টোপাধ্যায়,কামদুনি:দোষীদের খালাস তো রাজ্য সরকারই করিয়ে দিয়েছে। এবং ধর্ষকদের বাড়ির সামনে পুলিশি পাহারা বসিয়ে তাদের সুরক্ষাও দিচ্ছে শাসক দল। কামদুনিতে বিজেপির মহিলা মোর্চার মিছিলে যোগ দিয়ে এমনি বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। এদিনের মিছিল থেকে তিনি বলেন, ‘কামদুনির দোষীদের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর থেকেই প্রমাণ হচ্ছে। এদের খালাস তো রাজ্য সরকারই করিয়ে দিয়েছে।
পাশপাশি তিনি আরো বলেন গতবার আমরা ওই পরিবার এবং প্রতিবাদী মৌসুমি ও টুম্পা কয়ালদের সঙ্গে আলোচনা করেছি। আমরা যে কোনও প্রয়োজনে ওদের পাশে রয়েছি।’
উল্লেখ্য হাইকোর্টের রায়ে কামদুনির দোষীদের শাস্তি হ্রাস পেয়েছে।তারই প্রতিবাদে মঙ্গলবার কামদুনিতে মিছিল করে বিজেপির মহিলা মোর্চা। মিছিল নাঙ্গল পোতা থেকে শুরু হয়ে এক কিলোমিটার দূরে কামদুনি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। ।এই মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়ক অশোক দিন্দা বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র সহ কামদুনির বাসিন্দারা।