
স্পোর্টস ডেস্কঃ আগামী ২৮ সেপ্টেম্বর কলকাতা আর প্রাক্তন শ্রীলঙ্কার স্পিনার মুরলীধরনের বায়োপিক ‘৮০০’-এর ট্রেলর লঞ্চ অনুষ্ঠানে থাকবেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত কয়েকদিন আগেই মুম্বই’তে মুরলীধরনের বায়োপিকের ট্রেলর লঞ্চ হয়। সেখানে ছিলেন সচিন তেন্ডুলকর আর মুরলীর সতীর্থ সনত জয়সূর্য । কলকাতায় সৌরভ ছাড়া আরও কয়েকজন ক্রিকেটারের উপস্থিত থাকার কথা রয়েছে। সৌরভ ২৩-২৪ সেপ্টেম্বর স্পেন থেকে কলকাতা ফিরবেন। আর ২৮ সেপ্টেম্বর মুরলীর অনুষ্ঠান । ১৯৯৬ বিশ্বকাপ সেমিফাইনালে ভারতকে হারানো থেকে সৌরভের সঙ্গে বাংলা ক্রিকেট দল চালানো অনেক কাজেই মুরলীর কলকাতার স্মৃতি আছে।
মুরলীর বায়োপিকে তাঁর ভূমিকায় অভিনয় করছেন স্লামডগ মিলিয়নেয়ার ছবিতে অভিনয় করা মধুর মিত্তল। ক্রিকেট জীবনের পাশাপাশি ব্যক্তিগত নানা দিকও উঠে আসবে মুরলীর বায়োপিকে। মুরলী আবার ভারতের জামাই, তাঁর স্ত্রীর বাড়ি চেন্নাইয়ে। মুরলীর বায়োপিকে প্রথমে অভিনয় করার কথা ছিল বিজয় শেঠুপতির। কিন্তু এলটিটিই যুদ্ধে মুরলীর ভূমিকা নিয়ে বিতর্ক দেখা দেয়প্রবল বিতর্কের মধ্যে বিজয় সরে দাঁড়ান মুরলীর বায়োপিক থেকে। সেই সিদ্ধান্তকে স্বাগতও জানিয়েছিলেন মুরলী। তিনি বলেন, আমাকে ভুল বোঝা নিয়ে যে বিতর্ক হচ্ছে তাতে আমি চাই না বিজয়ের মতো বিশিষ্ট অভিনেতা সমস্যার সম্মুখীন হোন। তাই তিনি সরে দাঁড়াতেই পারেন। এরপর মধুর সুযোগ পান। শ্যুটিং হয়েছে ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশে।