
গোপাল শীল,দক্ষিণ ২৪ পরগনা: গোপাল শীল,দক্ষিণ ২৪ পরগনা: তিনদিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে ।এই আবহাওয়াও সমুদ্রে মাছ ধরার উপর মৎস্যজীবীদের কোন নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবুও সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না মৎস্যজীবীরা। উত্তাল হয়ে রয়েছে সমুদ্র। আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। এই পরিস্থিতিতে জাল ফেলাতো দূরের কথা ট্রলার নিয়ে সমুদ্রে দাঁড়াতে পারছেন না মৎস্যজীবীরা। তাই উপকূলে নোঙড় দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রলার গুলি। সমুদ্র শান্ত হলে আবারও মাছ ধরতে যাবেন মৎস্যজীবীরা। এদিকে আর ৪ দিন পরে রয়েছে রথযাত্রা। সমুদ্রে মাছ ধরতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। তবে সমুদ্র শান্ত হলে ভালো ইলিশ মাছ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সমুদ্রের জলের নোনা ভাব অনেকটাই কেটে গিয়েছে। সমুদ্রে ইলিশ হওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে।