
বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা : বাথরুমে স্নান করছিলেন গৃহবধূ। সেই দৃশ্য গোপনে দেখতে গিয়ে ধরা পড়ে গেল প্রতিবেশী যুবক। নরেন্দ্রপুর থানা এলাকার ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার প্রতিবাদ করায় গৃহবধূর উপর হামলার অভিযোগ ওঠে। উপস্থিত কয়েকজন মহিলা এই ঘটনার প্রতিবাদ করতে গেলে তাদের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। মাথা ফেটে যায় প্রতিবাদী এক মহিলার। তাঁরা জানান, অভিযুক্ত যুবক সুরজিৎ মন্ডল প্রায়ই নেশা করে বিভিন্ন বাড়ির বাথরুমে উঁকি মারে।
উল্লেখ্য, এই ঘটনায় এবার এলাকার মহিলারা থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি।