
ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ বুধবার যুবভারতীতে পাঞ্জাব এফসিকে ৩–০ গোলে হারাল মোহনবাগান। জোড়া গোল করলেন জেমি ম্যাকলারেন। অন্য গোলটি লিস্টন কোলাসোর। এরফলে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ শিল্ড নিশ্চিত করে ফেলল সবুজ মেরুন। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে জামশেদপুর। এদিন ৫৬ মিনিটে দীপেন্দু বিশ্বাসের বাড়িয়ে দেওয়া বলে প্রথম গোল করেন ম্যাকলারেন। এরপর ৬২ মিনিটে দ্বিতীয় গোল করেন লিস্টন। ম্যাচের অতিরিক্ত সময়ে ম্যাকলারেন গোল করে পঞ্জাবের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেন। ম্যাচের পরে বাগান কোচ হোসে মোলিনা বলেন, ‘খেলোয়াড়দের পরিশ্রম—সাফল্যের এটাই রহস্য। প্রত্যেকের পরিশ্রম—স্টাফ, কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ, ম্যানেজমেন্ট, মালিক— সবাই দলকে সাহায্য করছে। সবাই একই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আর শেষে ফুটবলাররা দুর্দান্ত খেলেছে। গোলের সামনে সফল হচ্ছে। আমাদের গোলপোস্ট রক্ষা করছে, ক্লিন শিট বজায় রাখছে। অন্য কোনও গোপন রহস্য নেই। এটা সবার একসঙ্গে করা কঠোর পরিশ্রমের ফল। আমি ঠিক জানি না প্রতিদ্বন্দ্বী দলগুলো কত পয়েন্টে পৌঁছতে পারে, তবে নিশ্চয়ই তা ৪৬-এর বেশি। আমরা খুশি। আমরা সুবিধাজনক জায়গায় আছি। আমরা দেখব বাকি ম্যাচগুলোতে কী ঘটে। যা ঘটবে, তা ঘটবে। আমরা সব সময় আমাদের ম্যাচগুলোর ওপরই মনোনিবেশ করি”।
ভাল ও প্রতিভাবান খেলোয়াড় ছাড়া কোনও দলই কিছু করতে পারে না। একটি দুর্দান্ত দল গড়তে হলে প্রতিভাবান খেলোয়াড়দের প্রয়োজন। এমন খেলোয়াড়দের দরকার, যাদের ফুটবলের সব দিকেই দক্ষতা রয়েছে। কারণ, অনেক সময় মানুষ ভাবে, দক্ষতা মানেই শুধু বল দখলে রাখা, ভাল পাস দেওয়া, দুর্দান্ত গোল করা, ট্যাকল করা, ড্রিবলিং করা। এগুলো অবশ্যই দক্ষতা, এতে কোনও সন্দেহ নেই। কিন্তু ভালভাবে ডিফেন্স করা, প্রতিপক্ষের আক্রমণের বিরুদ্ধে আগ্রাসী হওয়া, বক্সের ভিতর ভাল মার্কিং করা— এসবও দক্ষতা। আর আমার দলের খেলোয়াড়দের এই ধরনের দক্ষতা রয়েছে। আক্রমণে, রক্ষণে, ফুটবলের প্রতিটি বিভাগে তারা দক্ষ। আর এটাই আমার দল”।