
স্পোর্টস ডেস্ক : ভারত পাকিস্তান অশান্তির জের। স্থগিত হচ্ছে আইপিএল। বৃহস্পতিবার পাকিস্তানের ড্রোন আক্রমণের জেরে মাঝপথে বন্ধ হয়ে যায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস ম্যাচ। তখন থেকেই জল্পনা চলছিল হয়ত সাময়িক স্থগিত হতে পারে আইপিএল। শুক্রবার তাতেই পড়ল সিলমোহর।
বিসিসিআইয়ের এক আধিকারিক সংসবাদংস্থা পিটিআইকে জানিয়েছেন, দেশের যখন এই পরিস্থিতি। একটা যুদ্ধের আবহ রয়েছে। তখন ক্রিকেট খেলা ভাল লাগে না। তাই আর ঝুঁকি নিতে চায়নি বিসিসিআই। জানিয়ে দেওয়া হল আপাতত স্থগিত আইপিএল। যার ফাইনাল হওয়ার কথা ছিল ২৫ মে ইডেনে। এখন যা পরিস্থিতি তাতে আইপিএল বিদেশে চলে যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকায় চলে যেতে পারে আইপিএলের শেষ পর্ব। যদিও বিসিসিআই জানিয়েছে, টুর্নামেন্টের বাকি ম্যাচ নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।