
বাবলু প্রামানিক, বারুইপুর : রাস্তাঘাট নেই, পানীয় জলের সমস্যাও বহুদিনের. নিকাশি ব্যবস্থার বেহাল দশা. জব কার্ড থাকলেও টাকা পাচ্ছেন না, ভাঙা ঘরে কাটছে দিন, দেওয়া হচ্ছে না ঘরের টাকা। এমনই বেহাল দশা বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত শংকরপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার। যেকোনো প্রার্থীই এই এলাকায় ভোট প্রচার এড়িয়ে চলেন। তবে বুধবার এখানেই প্রচারে আসেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য. আর তিনি আসতেই তাঁকে ঘিরে ধরেন এলাকাবাসীরা. তাঁদের অভিযোগ, সিপিএম, বিজেপি, তৃণমূল, যে যখন ক্ষমতায় আসে, লুটেপুটে খায়। বাসিন্দাদের একাধিক অভিযোগ মন দিয়ে শুনলেন সৃজন। তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেনও। এরপর টোটোয় চেপে ঘুরে বেরালেন অন্যান্য এলাকাতেও. চা-চক্রে সারলেন জনসংযোগ.