
সমর্পিতা বন্দ্যোপাধ্যায় : সৃজন ভট্টাচার্যকে জোড়াফুল চিহ্নে ভোট দিন ! হ্যাঁ, ঠিকই দেখছেন। আর এই দেওয়াল লিখন দেখে রীতিমতো হই চই পড়ে গেছে টালিগঞ্জের বিজয়গড় এলাকায়। এই তো দিব্যি লাল ঝান্ডা হাতে প্রচার করছিলেন, তবে কি এবার দলবদলের পথে হাঁটছেন যুব নেতা? দেওয়াল লিখন দেখে এই প্রশ্নও জাগল কয়েকজনের মনে। কিন্তু, না দলবদল তো নয়ই বরং তৃণমূলকে একেবারে তুলোধনা করে ছাড়লেন যাদবপুরের সিপিএম প্রার্থী। শুধু তৃণমূল নয়, ছাড়লেন না গেরুয়া শিবিরকেও। সৃজনের অভিযোগ, তাঁর সমর্থনে যে দেওয়াল লেখা হয়েছে, সেখানে নিজেদের দলের প্রতীক এঁকেছে তৃণমূল। তিনি আরও বলেন, ‘বামেদের ভয় পাচ্ছে তৃণমূল-বিজেপির দুষ্কৃতীরা’।
বাম যুব নেতা আরও বলেন, ‘আমাদের কমরেডরা দ্বিগুন উৎসাহে দেওয়াল লিখবেন, ফ্লেক্স,ও লাগাবেন’। পাশাপাশি তিনি জানান, বুধবার বিজয়গড়ে প্রতিবাদ মিছিলে নামবে বামেরা।