
জয়ন্ত সাহা, আসানসোল : ৪০ টি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা করলেও আসানসোল এবং ডায়মণ্ড হারবারে কে হবে পদ্ম প্রার্থী, তা নিয়ে জল্পনা বাড়ছিল. বুধবার অবশেষে বর্ধমান-দুর্গাপুরের বিদায়ী সাংসদ এসএস আলুওয়ালিয়ার নাম আসানসোলের প্রার্থী হিসেবে ঘোষণা করল বিরোধী শিবির. আর নাম ঘোষণা হতেই তেড়েফুঁড়ে প্রচার শুরু করে দিলেন বিজেপি প্রার্থী. শুক্রবার আসানসোলের ঘাঘর বুড়ি মন্দিরে পুজো দিয়ে প্রচার কর্মসূচি করলেন আলুওয়ালিয়া। সঙ্গে ছিলেন জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, বিধায়ক অজয় পোদ্দার সহ বিজেপি কর্মী-সমর্থকরা।
পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএস আলুওয়ালিয়া বলেন, ‘বুধবার আমার নাম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি. মোদিজী, আমিত শাহজী, নাড্ডাজী আমায় শুভেচ্ছা দিয়ে আসানসোলের মানুষের কাছে পাঠিয়েছেন. এখানকার মানুষের ভাল সাড়া পাচ্ছি’